Write an application letter to the electrical office to change the defective meter in Bengali.

 

Write an application to the electrical office to change the defective meter.
খারাপ মিটার পালটিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসে আবেদন পত্র।

 


মাননীয়,
প্রশাসনিক অফিসার সমীপেষু,
কুঞ্জবন বিদ্যুৎ অফিস,
আগরতলা, ত্রিপুরা (পঃ)      
                                 বিষয়ঃ-বৈদ্যুতিক মিটার পালটিয়ে দেওয়ার জন্য আবেদন পত্র।
মহাশয়,
           আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী রতন দাস, বাড়ি- কুঞ্জবন, আগরতলা এর একজন বাসিন্দা। আমার ঘরের বৈদ্যুতিক বিল মাপার জন্য যে মিটার টা বসানো আছে ওইটা আজ থেকে প্রায় ৬ বছর আগে লাগানো হয়েছিল। তাই এখন এই মিটারটি আজকে কিছুমাস যাবত ঠিক মত কাজ করছেনা। অনেক সময় লাইট দেখা যায় আবার দেখাও যায়না। গত মাস এ আবার আমাদের বিলও আগের থেকে তুলনামূলক বেশী এসেছে। আবার অনেক সময় ঘরের বৈদ্যতিক লাইনেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে যেকোন সময় কোন ধরনের বিপদও ঘটে যেতে পারে।
         অতএব, মহুদয় আপনি যদি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ির মিটারটা পাল্টানোর ব্যবস্থা করে দেন তাহলে কৃতজ্ঞ থাকব।
                                                                             ধন্যবাদ
তারিখঃ- -------                                                         ইতিঃ-
                                                                            রতন দাস
                                                           বাড়িঃ- কুঞ্জবন, আগরতলা
                                                                        ফোনঃ- ------------------ 
           

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ