মাননীয়া, প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু, ____________ উচ্চ বিদ্যালয় আগরতলা, ত্রিপুরা (পঃ) বিষয়ঃ-
৩য় পিরিয়ডের পর প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র।
মহাশয়, অধীনে বিনীত নিবেদন এই যে আমি শ্রী জয় দেব,
আপনার বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। বাড়ি- জগৎপুর, আগরতলা। মহাশয়, আজ
বাড়ি থেকে বিদ্যালয়ে আসার সময় আমার শরীরটা কেমন জানি দুর্বল অনুভুত হচ্ছিল। প্রথম ক্লাসটা
কোন রকমে সেরে ফেললেও, দ্বিতীয় ক্লাস থেকে শরীরটা প্রচণ্ড খারাপ করে ফেলে। মাথা ব্যথা,
তার সাথে শরীরে জ্বরও দেখা দেয়। তাই এখন আমার পক্ষে এই শারীরিক যন্ত্রণা নিয়ে আর ক্লাস
করাটা প্রায় অসম্ভব। অতএব, মহোদয় আপনি যদি দয়া করে আমাকে ৩য় ক্লাসের
পর বাড়ি যাবার অনুমতি দেন। তাহলে চির কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ
0 মন্তব্যসমূহ