মাননীয়া, প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু, ____________ উচ্চ বিদ্যালয় আগরতলা, ত্রিপুরা (পঃ) বিষয়ঃ-
বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ছুটি মঞ্জুর করার আবেদন পত্র।
মহাশয়,
অধীনে বিনীত নিবেদন এই যে আমি শ্রী জয় দেব,
আপনার বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। বাড়ি- জগৎপুর, আগরতলা। মহাশয়, আমি
গত ১৫/০২/২০২১ থেকে ১৯/০২/২০২১ তারিখ, এই ৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। কারণ,
১৪ তারিখ রাতে আমার জ্বর হওয়ার কারনে ১৫ এবং ১৬ তারিখ আমি হাসপাতালে ভর্তি ছিলাম। বাকি
১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত ডাক্তার আমাকে বিশ্রাম নেওয়ার জন্য বলেছিলেন। যারদরুন, আমি
বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। এখন মোটামোটি সুস্থ অনুভূত করায় পুনরায় বিদ্যালয়ে
আসা শুরু করে দিয়েছি।
অতএব, মহোদয় আপনি যদি দয়া করে আমার এই ৫
দিনের ছুটি মঞ্জুর করেন তাহলে চির কৃতজ্ঞ থাকিব।
0 মন্তব্যসমূহ