Write a letter to your friend inviting for birthday party in Bengali.


 Write a letter to your friend for inviting him on your birthday in Bengali.
 জন্মদিনের আমন্ত্রন জানিয়ে বন্ধুর নিকট পত্র।

                                                                                                                                                ইন্দ্রনগর
                                                                                      আগরতলা, ত্রিপুরা (পঃ)
                                                                                               ৭৯৯০০৬
                                                                                                তারিখঃ-

প্রিয় বন্ধু অনিকেত,

                       আশা করি ভাল আছিস। কাকা কাকিমাও আশা করি ভাল আছে। বহু দিন হয়ে গেল তোর সাথে কোন কথা হচ্ছেনা। তাই ভাবলাম তোকে একটা চিঠি লিখি এবং এর সাথে একটা বড় কারণও রয়েছে।
                      আগামী _______ তারিখে আমার ১৫ তম জন্মদিন। আর মাত্র ২৫ দিন বাকি। জন্মদিন প্রত্যেকটা মানুষ এর জিবনের একটা বিশেষ দিন। প্রত্যেক বছরের মত এবারও মা বাবা বোন মিলে আমার জন্মদিনের আয়োজন করেছে। তুই আমার সবচাইতে কাছের বন্ধু। তাই তোকেই প্রথম চিঠিটা লিখলাম। তাছাড়া রবি, অমর, জয় এবং সুদীপ এদেরকেও আমন্ত্রন করব। সবাই মিলে খুব মজা করব। ঐ দিন রাতে তোরা সবাই আমার বাড়িতেই থেকে যাবি। আমি সব কিছু ব্যবস্থা  করে রেখেছি।
                    ত কথা এটাই রইল। কোন কারনে যাতে মিস না হয়, নাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। আসবি মানে আসবিই। কাকাকাকিমাকে আমার প্রনাম জানাবি। তোর ছুটো ভাইকে আমার ভালবাসা দিবি।

                                                                                                                 

                                                                                                                                     ইতিঃ-
ঠিকানাঃ-                                                                                                     তোর প্রিয় বন্ধু  
অনিকেত দাস                                                                                                  প্রীতম
পিতাঃ- শঙ্কর দাস
বাড়িঃ- নেতাজিনগর, তেলিয়ামুড়া
৭৯৯২০৫

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ