Write an application
letter to the principal regarding unable to provide original documents. আসল প্রমাণপত্র জমা দিতে
পারবনা বলে প্রধান শিক্ষকের নিকট মঞ্জুরি পত্র।
মাননীয়, প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু, ------------- উচ্চ বিদ্যালয়, আগরতলা, ত্রিপুরা (পঃ) বিষয়ঃ- আসল প্রমানপত্র
জমা দিতে না পারবনা বলে মঞ্জুরি পত্র। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি প্রীয়া সাহা,
বাড়ি- ইন্দ্রনগর, আগরতলা। আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী। মহাশয়, গত ২৬/০২/২০২১
তারিখে স্কুলে একটি নোটিশ জারি হয়েছিল যে, সকল ছাত্রছাত্রীদের নিজেদের জন্মের অরিজিনাল
প্রমানপত্র স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে লাগবে, যেকোন একটা কারনে। ত মহাশয় আমি
এটা বলতে চাই, যে কিছুদিন আগে মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আমি আমার সব প্রমাণ পত্রের
বেগটা রাস্তায় হারিয়ে ফেলেছি। খোজাখোজ করছি কিন্তু এখনও পায়নি। শুধু আমার কাছে এখন
জেরক্স আছে। তাই মহাশয় আমি স্কুলে অরিজিনাল প্রমানপত্র জমা দিতে পারবনা। জেরক্স দিতে
পারব। অতএব, মহোদয় আপনি যদি দয়া করে আমার এই
স্কুল কর্তৃপক্ষকে আসল প্রমানপত্র জমা না দিতে পারার ঘটনাকে মঞ্জুর করেন তাহলে চির
কৃতজ্ঞ থাকিব।ধন্যবাদ তারিখঃ- ---------- ইতি- আপনার
বাধ্যগত ছাত্রী প্রীয়া সাহা শ্রেণীঃ-নবম, ক্রমিক নংঃ- ০৩
0 মন্তব্যসমূহ