Write an application to the principal to start online class during lockdown in Bengali.

 


Write an application letter to the principal to start online class during lockdown.
 লকডাউনের মধ্যে অনলাইেন ক্লাস শুরু করানোর জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র।

মাননীয়া,
প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু,
____________ উচ্চ বিদ্যালয়
আগরতলা, ত্রিপুরা (পঃ)
                                   বিষয়ঃ- অনলাইনে ক্লাস করানোর জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র।
মহাশয়,
           আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী রাজেস সরকার, বাড়ি- ইন্দ্রনগর, আগরতলা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। মহাশয়, বর্তমানে করোনার খারাপ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য উভয়ই লকডাউন ঘোষণা করেছেন এবং করাই দরকার, কারণ এছাড়া করোনাকে আটকানো সম্ভব নয়। তবে, লকডাউনের ফলে আমরা বিদ্যালয়ে আসতে পারছিনা। যার কারনে আমাদের পড়াশুনার ব্যাপক ক্ষতি হচ্ছে।
          অতএব, মহোদয় বর্তমান যুগে যেহেতু প্রায় সবার বাড়িতেই মোবাইল আছে তাই আপনি যদি দয়া আমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন তাহলে চির কৃতজ্ঞ থাকিব।                    
                                                                                                ধন্যবাদ                                                                                                                                      ইতি-                            
তারিখ- …………                                                       আপনার বাধ্যগত ছাত্র 
                                                                                          রাজেস সরকার
                                                                                    ক্লাসঃ- নবম, ক্রমিক নংঃ- ০৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ