Write a letter to your father asking for money বাবার কাছে টাকা চাওয়ার
জন্য পত্র লিখন।
তেলিয়ামুরা খোয়াই, ত্রিপুরা তারিখ- প্রিয় বাবা, আশা করি ভাল আছ। তোমার শরীরও আশা করি
ভাল আছে। মা কেমন আছে? আশা করি মাও ভাল আছে। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কথা হচ্ছেনা।
তোমাদের কথা খুব মনে পরছে। তাই একটা চিঠি লিখলাম। চিঠি লেখার পিছনে আরেকটা কারণও আছে। বাবা, আমি নতুন ক্লাস এ উঠার পর পুরনো
কিছু বই সংগ্রহ করেছি আগের ক্লাসের দাদাদের থেকে। বই গুলি খুবই ভাল অবস্থায় ছিল। তাই
কোন দেরি না করে আমি যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলেছি। কিন্তু নতুন ক্লাস এ আমার আরও
কিছু বইয়ের দরকার। যেটা কিনতে গেলে ভাল টাকা লাগবে। আর এখন আপাতত আমার হাতে এত টাকা
নেই। তাই বাবা তুমি যদি ১ সপ্তাহের মধ্যে আমাকে ১০০০ টাকা পাঠিয়ে দাও তাহলে আমি বইগুলি
কিনে ফেলতে পারব। কেননা আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব নতুন ক্লাসের পড়া শুরু করে দিতে।
এবছর আমি আরও ভাল নম্বর নিয়ে পাস করতে চাই। আজ এই পর্যন্তই লিখলাম তাহলে। আমার
প্রনাম নিও। মাকে আমার প্রনাম জানাবে। ছুটো বোনকে আমার ভালবাসা দেবে। তোমরা কেমন আছ
চিঠি লিখে জানাবে। আর চেষ্টা করো যেন আমার এখানে যেন তোমরা সবাই একবার আসতে পার। ইতি- ঠিকানা তোমার
আদরের ছেলে সঞ্জয় দাস বান্টি বাড়ি- ইন্দ্রনগর, আগরতলা পিন- ৭৯৯০০৬
0 মন্তব্যসমূহ