Write a letter to your friend about your experience in
lockdown in Bengali language.
লকডাউন
এর অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর নিকট পত্র।
ইন্দ্রনগর
আগরতলা, পশ্চিম ত্রিপুরা
৭৯৯০০৬
তারিখ
প্রিয়
বন্ধু অমিত,
আশা করি ভাল আছিস এবং তোর পরিবারের
লোকরাও ভাল আছে। লকডাউনের জন্য বহুদিন হয়ে গেল তোর সাথে কোন যোগাযোগ নেই। আর এই করোনা
পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়াটাও ঠিক না। তোর চিঠি পেয়েছিলাম। তুই, লকডাউন এ আমার
অভিজ্ঞতা কি? তার সম্পর্কে জানতে ছেয়েছিস। তাই তোকে এই চিঠিটা লিখলাম বর্তমান পরিস্তিতি
নিয়ে।
দেশে হঠাৎ লকডাউন ঘোষনা করায় এই প্রথম
আমি এমন কোন আতঙ্কের সম্মুখীন হয়েছিলাম। কারণ, একেত করোনা ভাইরাস, তার উপরে আবার লকডাউন
। তুইত জানিশ সারাদিন ঘরে বসে থাকতে আমি একদম পছন্দ করিনা। কিন্তু, ঘরে থাকাটাও অত্যন্ত
জরুরী হয়ে পরেছিল, কারণ ভাইরাস খুবই দ্রুত গতিতে সংক্রামিত হচ্ছিল। লকডাউনে বাড়িতে
বসে থাকাটা বিরক্তিকর লাগলেও এই সুযোগে আমি কিছু ভাল অভ্যাস গঠন করতে পেরেছি। তার জন্য
আমি খুবই খুশি। লকডাউন এ প্রথম দিকে YouTube দেখার সময় একটা লাইন আমাকে খুবই অনুপ্রেনিত
করে। “If you can’t go outside, go inside”. মানে তুমি যদি ঘর থেকে বাইরে না যেতে পার,
তাহলে নিজের ভিতরেও যেতে পার বা নিজের উপরেও কাজ করতে পার। তাই এই সুযোগ পুরটা কাজে
লাগাতে ছেয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সক্ষম হয়েছি।
প্রথমত, আমি ভোরবেলায় ঘুম থেকে
উঠার অভ্যাস করে ফেলেছি, যেটি আমি অনেকবছর ধরে চেষ্টা করছিলাম। শুধু তাই নয়, সকালে
শারীরিক অনুশীলন এবং ব্যায়াম করাও শুরু করে দিয়েছি। দ্বিতীয়ত, ঘরে থাকাকালীন সময়ে মার
সাথে রান্নার কিছু প্রণালীও শিখে ফেলেছি। যেমন, কষা মাংস, দম আলু, বিরিয়ানী ইত্যাদি।
তৃতীয়ত, আমি YouTube দেখে বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস বানানো শিখে ফেলেছি। চতুর্থত,
অনলাইন ক্লাস শুরু হওয়ার পর থেকে পড়াশুনায়ও ভাল সিলেবাস কভার করে ফেলেছি। তাছাড়া, ইংরেজি
এবং অংক এই ২ বিষয়ে ভাল করে সময় দিতে পেরেছি। পঞ্চমত, আমি বাবার সাথে মিলে বাড়িতে একটি
ছোট ফুল বাগান তৈরী করেছি। শেষে সবচাইতে গুরুত্বপূর্ণ যেইটা সেইটা হল সবসময় মাস্ক এবং
স্যানিটাইজার ব্যবহার করছি। কারণ, যেই করোনার জন্য লকডাউন দেওয়া হয়েছে তাকেত দমন করতেই
লাগবে।
ত আজ এই পর্যন্তই। তোর লকডাউন কেমন
কাটছে অবশ্যই জানাবি। কাকা কাকিমাকে আমার প্রনাম জানাবি। তোর ছুটো ভাইকে আমার ভালবাসা
দিবি। আর করোনায়ের জন্য যেসকল সতর্কতা জারি করা হয়েছে অবশ্যই মেনে চলবি এবং ভগবান এর
কাছে প্রার্থনা করবি যাতে এই মহামারি করোনা যেন দ্রুত শেষ হয়ে যায় এবং পুনরায় আমরা
স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।
ইতি-
তোর প্রিয় বন্ধু
ঠিকানা- দ্বীপ
সমির শর্মা
পিতাঃ- দিবাকর শর্মা
বাড়ীঃ- তেলিয়ামুরা, নেতাজি নগর
পিনঃ- ৭৯৯২০৫
খোয়াই ত্রিপুরা
0 মন্তব্যসমূহ